নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর উপজেলা উন্নয়ণ মেলার সমাপনী দিনে ১ম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন পুস্কারের গৌরব অর্জন করেছে বন্দর পল্লী বিদ্যুৎ সমিতি। রবিবার বিকেলে বন্দর উপজেলা প্রাঙ্গনে ৩ দিন ব্যাপী এ উন্নয়ন মেলার সমাপনী দিনে পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিস এ গৌরব অর্জন করেন। বন্দর পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম আশরাফুল আলম খান উপজেলা নির্বাহী অফিসার পিন্টু ব্যাপারীর কাছ থেকে এ চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহন করেন।
তিন দিনের সেবায় ছিলো ৩৯৪টি নতুন বিদ্যুৎ সংযোগ আবেদন গ্রহন,৩৬৮টি সদস্য করণ ৩৬২টি নতুন সংযোগ প্রদান ও ১০২ টি অভিযোগ গ্রহণ এবং সমাধান। তাদের এই সকল সেবায় নজর কেড়েছে বিচারকদের। তিন দিনের মেলায় প্রায় প্রতিদিন শত শত সেবা প্রার্থী ষ্টলটিতে উপপেপড়া ভিড় জমিয়েছে সারাক্ষণ।
এছাড়াও উন্নয়ণ মেলায় ২য় স্থান অধিকার করেছে বন্দর উপজেলা শিক্ষা অধিদপ্তর,৩য় স্থান অধিকার করে গৌরব অর্জন যৌথভাবে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও মেরিন টেকনোলজি এ সময় উপস্থিত ছিলেন বন্দর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম,নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের,ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,নাঃগঞ্জ সদরের এজিএম সদস্য সেবা মালিখ,মোঃ ইয়াহিয়া,এজিএম মোঃ আব্দুস সালাম,মোঃ সোলায়মান,ওয়ারিং পরিদর্শক দিপক চন্দ্র দাস,জাহাঙ্গীর আলম,সহকারী ইঞ্জিনিয়ার প্রদীপ বিশ্বাস,টিইউসি আওলাদ হোসেন,মহিদুল ইসলামসহ ইলেকট্রিশিয়ান বৃন্দ।
উন্নয়ণ মেলায় প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করে পল্লী বিদ্যুতের ডিজিএম তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের বলেন,এ মেলায় ৩৫টি ষ্টলের মধেপল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সেবার ষ্টলটি প্রথম স্থান অধিকার করায় আমরা সত্যিই আনন্দিত। তবে এ অর্জন আমাদের একার নয়। আমাদের সুনির্দিষ্ট লক্ষে পৌছতে গ্রাহকদের অবদান অপরিসীম। সুবিধা বঞ্চিত গ্রাহকরা সহজেই এই মেলায় এসে আবেদনপত্র পূরণ করার মাধ্যমে বিদ্যুৎ সংযোগ পেয়েছে। ২০২১ইং সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই আমাদের এ ভিশন।