বন্দরে আবারও শিক্ষক লাঞ্চিত, প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো:সহিদুল ইসলাম শিপু ) : বন্দরে আবারও শিক্ষক লাঞ্চনার ঘটনা ঘটেছে। পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কান্তি ভক্ত লাঞ্চনার পর এবার বন্দরের কুশিয়ারার হাজী আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মোঃ শাহ আলম ভুইয়াকে লাঞ্চিত করেছে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নূরে ওসমানী। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে ।শুক্রবার শিক্ষক লাঞ্চনাকারীকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থী  ও এলাকাবাসী। বিষয়টি সুরাহার করতে শুক্রবার সন্ধ্যায় জরুরী বৈঠকে বসেছেন হাজী আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ। এ ব্যাপারে অভিযুক্ত নূরে ওসমানী জানান, ছাত্রদের বার্ষিক পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় স্যারের সঙ্গে খারাপ আচরণ করেছি। এটা করা ভুল হয়েছে।

এলাকাবাসী জানান, গত ৩১ ডিসেম্বর বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নূরে ওসমানী ক্লাস রুমে প্রবেশ করে বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মোঃ শাহ আলম ভুইয়াকে গালিগালাজ ও লাঞ্চিত করে। শিক্ষক লাঞ্চনার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে। ফুসে উঠে এলাকাবাসী। ঘটনার পর লাঞ্চনার শিকার ওই শিক্ষক ম্যানেজিং কমিটিকে বিষয়টি মৌখিকভাবে জানান এবং বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী(জিডি) করেন। কিন্তু ঘটনার তিনদিন পরও শিক্ষক লাঞ্চনার সুষ্ঠু বিচার না হওয়ায় গতকাল শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ নেতা মাইকেল বাবু, শ্রমিকলীগ নেতা ডিউক সাউদ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, বিদ্যালয়ের শিক্ষার্থী স¤্রাট, আনসার আলী, হৃদয়, নাঈম প্রমুখ। মানববন্ধন অনুষ্ঠানে লাঞ্চনার শিকার শিক্ষকের ছেলে সাফাতুল ইসলাম ভুইয়া হৃদয় বাবার লাঞ্চনাকারীর বহিষ্কার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান। মানববন্ধনে এলাকার কয়েক শত লোক অংশ গ্রহণ করেন।

এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি মইনুল হাসান বাপ্পী জানান, শিক্ষক লাঞ্চনার ঘটনাটি আমাকে আগে জানানো হয়নি। এখন জেনেছি। উভয় পক্ষকে নিয়ে সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ গণি বলেন, ঘটনাটি তিনদিন আগে জানতে পেরেছি। শুক্রবার ম্যানেজিং কমিটির নির্ধরিত মিটিংয়ে এ ব্যাপারে সিন্ধান্ত নেয়া হবে। উল্লেখ্য এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭ টা) ম্যানেজিং কমিটির মিটিং চলছিল।

add-content

আরও খবর

পঠিত