নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ):নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনার সরকার বার বার দরকার। না’গঞ্জ-৫ আসনে নৌকার মনোনয়ন দিয়ে সাংগঠনিক দূর্বলতা দূর করে আ’লীগের রাজনৈতিক স্রোতধারা চালু করুন। তিনি আরও বলেন, শেখ হাসিনার নির্দেশে আমি উঠান বৈঠক চালাচ্ছি এবং যার নাম মাঠ থেকে উঠে আসবে তাকেই নেত্রী মনোনয়ন দিবেন। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নিরলস প্রচেষ্টায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুতে সয়ংসম্পূর্ণতা অর্জন, মুক্তিযোদ্ধা ভাতা বৃদ্ধি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা বৃদ্ধি সহ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক বিকাশ ঘটেছে। নেত্রী যাতে আবারও দেশ পরিচালনায় এসে দেশের কল্যাণে কাজ করতে পারেন সেজন্য কাজ করে যাচ্ছি। আমি দলের দুর্দিনে পালিয়ে যাইনি, আমি কোন টেন্ডারবাজ ও ভূমিদস্যু নেতা নই। দীর্ঘ ৪৫ বছর পরিচ্ছন্ন ভাবমূর্তি রক্ষা করে রাজনীতি করে চলেছি। নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যেই আমি বন্দরের বিভিন্ন প্রান্তে এ পর্যন্ত ৩৮টি উঠান বৈঠক সম্পন্ন করেছি। সুতরাং অত্র আসনে এবার আওয়ামী লীগের দলীয় এমপি’র বিকল্প আমরা আর ভাবতে চাইনা। আমি আপনাদের কাছের মদনপুরের মানুষ এবং নেত্রী আমাকে ভালবেসে জেলা আ’লীগের সহ-সভাপতি বানিয়েছেন। আমার সমন্ধে আপনারা জানুন ও মনোনয়ন প্রত্যাশি হিসেবে আমার পক্ষে গণমত গড়ে তুলুন। সবার দাবী জোড়ালো হলে অবশ্যই বিচার বিশ্লেষণ করে জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিবেন ইনশাল্লাহ। বন্দরের মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চিরাইপাড়ায় মুছাপুর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ইসমাঈল হোসেনের সভাপতিত্বে মদনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাকিল ভূঁইয়ার সঞ্চালনায় শুক্রবার বিকেলে এক উঠান বৈঠকে আরজু রহমান ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত আয়োজনে প্রধান বক্তা হিসেবে মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও বিশেষ অতিথি হিসেবে নারী ও সমাজ উন্নয়ন সংস্থা’র সভাপতি এবং মহিলা আ’লীগ নেত্রী মায়ানুর আহম্মেদ মায়া উপস্থিত ছিলেন। তাছাড়া এ সময় কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন, মদনপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আ’লীগের সা. সম্পাদক মুসলিম প্রধান, মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হক মুকুল, যুবলীগ নেতা আল আমিন, ছাত্রলীগ নেতা সুজন, ২৭নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি এবাদুল্লাহ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বন্দর থানা তাঁতী লীগের সভাপতি আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দোহা, কলাগাছিয়া ইউনিয়ন মহিলা আ’লীগ নেত্রী রাজিয়া আক্তার নীলা, হামিদা বেগম, মদনপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সোহেল, ধামগড় ইউনিয়ন ৪নং ওয়ার্ড যুবলীগ নেতা কামাল হোসেন, দেলোয়ার হোসেন, আফজাল, হাবীব, জাকির, স্থানীয় আলমগীর, রায় চরণ, রিপন, রুহুল আমিন, শাহজালাল, বাবুল মিস্ত্রী, শাহ আলী মিস্ত্রী, শাহ আলম, জয়নাল আবেদীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।