কুপরামর্শ বা কান কথা শুনি না : মেয়র আইভী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভী বলেছেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে। জাতির জনকের কল্যানের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা অর্জনের মাধ্যমে বঙ্গবন্ধু লাল সবুজের পতাকা আমাদের হাতে তোলে দিয়েছে। এই পতাকার সম্মান আমরা ধরে রাখব। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন সূর্য সৈনিকদের জন্ম না হলে এ দেশেকে আমরা স্বাধীনতা পেতাম না । আমি কারো কুপরামর্শ শুনি না এবং কান কথা শুনি না। আমি সাধারন জনগনের কথা শুনি। আমি বন্দরবাসীকে ভালোবাসি।

বন্দরের জনগনকে ভালোবাসি বলে এখানে খেলার আয়োজন করেছি। এই সোনাকান্দায় একটি স্টেডিয়াম করা হবে। গত ১৬ ডিসেম্বর শনিবার বিকেল ৪টায় সোনাকান্দা স্টেডিয়ামে মহান বিজয় দিবস ২০১৭ ইং উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে ফুটবল প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম নবী মুরাদের সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সিও এহেতে সামছুল হক। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাকান্দা এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি ও ভাষা সৈনিক আহসান উল্ল্যাহ মৃধা।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মেদ, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামছুজ্জোহা, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান বাবুল, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, কাউন্সিলর শফিউদ্দিন প্রধান ও কাউন্সিলর ঝন্টু প্রমুখ। ফাইনাল খেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাউন্সিলর একাদশ ২-০ গোলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্মকর্তা ও কর্মচারি একাদশকে পরাজিত করে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার তোলে দেন প্রধান অতিথি মেয়র আইভী।

add-content

আরও খবর

পঠিত