সোনারগাঁওয়ে পাকুন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বেহাল অবস্থা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কামাল উদ্দিন ভূইয়া) : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা জামপুর  ইউনিয়নের ২০ নং পাকুন্দা  সরকারী প্রাথমিক বিদ্যালয়টি বেহাল অবস্থা। ভবনটি  উপরের চাল নষ্ট হয়ে গিয়াছে , বৃষ্টির সময়ে পানি পড়ে এবং রোদের সময়ে বাচ্চাদের মাথায় উপরে রোদের তাপ লাগে। দীর্ঘ কয়েক বছর ঝুঁকি নিয়েই শিক্ষার্থীদের পাঠদান নিতে হচ্ছে ।

বিকল্প কোন ব্যবস্থ না হওয়ায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের পাঠদান দিতে হচ্ছে শিক্ষকদের। ফলে অনুপযোগী শ্রেনি ও ঝুঁকিপূর্ণ ভবনের কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ের যাওয়ার আগ্রহ হারাচ্ছে। আর সঠিক সময়ে শিক্ষার্থীদের পাঠ দান দিতে পাড়ছে না শিক্ষকরা। পাশাপাশি অনেকটা চিন্তিত ও শঙ্কিত হয়ে পড়েছেন অভিভাবক মহল।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরাতন একাডেমিক ভবনের ০৪ টি কক্ষের টিনের ছাদ  নষ্ট হয়ে গেছে, সামনের বারান্দার খুঁটির রডগুলো শুধু দাঁড়িয়ে আছে। দরজা-জানালা কিছুই নেই এবং আবার একটু খানি বৃষ্টি হলেই স্কুল ছুটি, ক্লাশ করার কোন উপায় নেই। শিক্ষার্থীরা জানায়, স্কুল ঘরটি ভাঙ্গা থাকায় অনেকে এখন স্কুলে আসে না। একটু খানি বৃষ্টি হলেই আমাদের স্কুল ছুটি দিয়ে দেয়।

উক্ত বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. হুমায়ন কবির ভূইয়া  জানায়, আমাদের গ্রামের স্কুলের পুরাতন ভবনের বেহাল দশা। পুরাতন ভবনটি সাবেক এম পি বাহাউল হক করেছিল । তারপরে এই ভবনটি আর কোন উন্নয়ন হয় নাই ।

প্রধান শিক্ষক জসিম উদ্দিন  বলেন, ভবনটি বহু আগেই পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পরিণত হয়েছে। বাধ্য হয়ে ঝুঁকি মাথায় নিয়ে বিদ্যালয়ের পাঠদান চালিয়ে যাচ্ছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন।

add-content

আরও খবর

পঠিত