কড়া নিরপত্তায় সাত খুন মামলার কৌঁসলীর বাসভবন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : আলোচিত সাত খুন মামলার কৌঁসলী এডভোকেট ওয়াজেদ আলী খোকনের কন্যাকে জোর র্পূবক বিষ দ্রব্য খাওয়ানোর ঘটনার পর আবারো র্শীষ সংবাদে চলে এসেছে নারায়ণগঞ্জ। নানা জল্পনা কল্পনার অবসান শেষে সাত খুন মামলার রায় অনুষ্ঠিত হয়েছে।

গত ২২ আগস্ট মঙ্গলবার নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় নিম্ন আদালত প্রদত্ত মৃত্যুদন্ড প্রাপ্ত ২৬ জনের মধ্যে ১১জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন হাইকোর্ট। আর বিভিন্ন মেয়াদে দন্ডপ্রাপ্ত অপর ৯জনের সাজা আগেরটিই বহাল আছে। এর আগে গত ১৬ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ২৬জনের মৃত্যুদন্ড ও ৯জনের বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করে।

এদিকে রায়ের একদিন পর নারায়ণগঞ্জ বিচারিক আদালতের পিপি এডভোকেট ওয়াজেদ আলী খোকনের এ লেভেল পড়ুয়া কন্যা মাইশা ওয়াজেদ প্রাপ্তির মুখে বিষদ্রব্য ঢেলে দেয় ১জন দুর্বৃত্তকারী। ২৩ই আগস্ট বুধবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সড়কে এ ঘটনার সময়ে ৭ খুন প্রসঙ্গ তুলে দুর্বৃত্তকারী বলে, তোমার বাবা গতকাল ভালো কাজ করেছে। তিনি খুব ভালো লোক, তাই তোমাকে খাওয়াবো চলো। এসময় রাজি না হলে দুর্বৃত্তকারী জোর করে মুখে বিষদ্রব্য চেপে ধরে যার অনেকটা মুখের ভিতর চলে যায়।

এঘটনার পর থেকে সাত খুন মামলার কৌঁসলী এডভোকেট ওয়াজেদ আলী খোকন ও তাঁর পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে তারঁ বাসভবন পুলিশের নিরাপত্তায় রাখা হয়েছে। বাসায় প্রবেশ মুখে বসে আছে কিছু নিরাপত্তা বাহিনী পুলিশ। যেখানে অবশ্যই নিজের পরিচয় দিয়ে সাক্ষাতের কারণ জানিয়ে আপনি প্রবেশ করতে পারেন।

ওয়াজেদ আলী খোকন জানান, আসলে আমি এখনো ভাবতেই পারছিনা এই ধরনের ঘটনা আমার সাথে ঘটেছে। তবে যেহেতু হয়ে গিয়েছে। তার জন্য কিছুটা নিরাপত্তার জরুরী রয়েছে। তাই আমার বাসায় এই নিরাপত্তা বাহিনী অবস্থান করছে।

এ ব্যপারে সদর থানার ওসি শাহিন শাহ পারভেজ জানায়, আমাদের জেলা পুলিশ সুপার এসপি স্যারের র্নিদেশে এখানে পুলিশের নিরাপত্তা রয়েছে। তাছাড়া আমরাও বিষয়টি নিয়ে তদন্ত করছি।

add-content

আরও খবর

পঠিত