নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয় উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর গ্রামে অভিযান চালিয়ে একটি সাদা রংয়ের (ঢাকা-মেট্রো-গ-১৪-৩০৯১) প্রাইভেট কারের পেছনের ডালায় ভেতরে ৪টি চটের বস্তা ভর্তি ১০০ কেজি গাঁজা উদ্ধার করে।
এই সময় পুলিশ এই অপকর্ম এর সাথে জড়িতদের আটক করেন। আটকৃতরা হলো চাপাইনবারগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুন রেজা (২২), কুমিল্লা দেবিদ্ধার থানার দানেসপুর গ্রামের শহিদুল রহমানের ছেলে কামরুল হাসান (২৭), একই জেলার ব্রক্ষ্মপাড়া থানার শামিদল গ্রামের সুরুজ মিয়ার ছেলে রবিউল হোসেন (২৫) ও একই এলাকার আক্তার হোসেনের ছেলে শামীম (২৮)।
সোনারগাঁ থানার ওসি শাহ মোঃ মঞ্জুর কাদের পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকার কবির মেম্বারের ভাড়াটিয়া বাড়িতে এসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ ঘটনার সাথে জড়িত থাকায় মামুন রেজা, কামরুল হাসান, রবিউল ও শামীমকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।