ইউএনও এর হস্তক্ষেপে সরকারি খালে বালু ভরাট বন্ধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( বন্দর প্রতিনিধি ) : পানি নিস্কাশনের এক মাত্র সরকারি খাল গোপনে ড্রেজার দিয়ে বালু ভরাট করে নিচ্ছেন শফুরউদ্দিন শপ্পা নামের এক ভুমিদস্যু। সংবাদ পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিবা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু ভরাট বন্ধ করে দেয়।

গ্রামবাসী জানান, উপজেলা ধামগড় ইউপির ৪নং ওয়ার্ডের মালিভিটা গ্রাম দিয়ে ভয়ে যাওয়া সরকারি খাল। ওই খালে ড্রেজার দিয়ে বালু ভরাট শুরু করে আসছে মৃত সংশর আলী চকিদারের ছেলে শফুরউদ্দিন শপ্পা। পানি নিস্কাশন ব্যবস্থা ব্যহত হওয়ার আশঙ্কায় প্রথমে গ্রামবাসী বালু ভরাটে বাধা দেয়। গ্রামবাসীর সকল বাধা অমান্য করে শফুরউদ্দিন শপ্প গত ৩-৪ দিন ধরে বালু ভরাট করে যাচ্ছে।

সরকারি খাল ভরাটের খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিবা গ্রামবাসী ও ধামগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহম্মেদ উপস্থিতিত্বে বালু ভরাট বন্ধ করে দেন।

বন্দর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম জানান, সাম্প্রতি বিএফ ইন্টারন্যাশনাল লিমিটেড এর সম্পত্তি দখলে নেয়ার ঘটনায় শফুরউদ্দিন শপ্পার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত