বন্দর উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) :  বন্দর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ই মে সোমবার সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দর থানার ওসি আবুল কালাম গত মাসের অপরাধ প্রবনতা নিয়ে তার বক্তব্য রাখেন।

গত মাসে বন্দর থানায় মোট ৬৩টি মামলা রেকর্ড করা হয়। এর মধ্যে ৫১টিই মাদক মামলা। মাদক মামলায় ৭০ জনকে গ্রেফতার করা হয়। ২টি খুন, ১টি গাড়ি চুরি, বাকি ৯টা অন্যান্য মামলা রেকর্ড করা হয়। এর মধ্যে ১৪জন মাদকসেবীকে ধরে ভ্রাম্যমান আদালতে সাঁজা দেয়াও হয়েছে। গত মাসে বন্দরে মাদকের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। গতকালের সভায় জঙ্গী দমনসহ ভ্রাম্যমান আদালত বৃদ্ধির উপর গুরুত্ব দেয়া হয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবীবের সভাপতিত্বে আইন শৃংখলা কমিটির সভায় উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) নাহিদ সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান এড. মাহমুদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঃ কাদের, সমাজ সেবা কর্মকর্তা শহীদুল ইসলাম, শিক্ষা অফিসার ফেরদ্যেস আরা বেগম, ওসি আবুল কালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোর্শেদা মমতাজ, বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি কবির হোসেন ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত