নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আজ জেলা কমিউনিটি পুলিশিং মহাসমাবেশে নারায়ণগঞ্জ আসছেন বাংলাদেশ পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। গত রবিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক নিমন্ত্রণ পত্রে এতথ্য জানা গেছে।
নিমন্ত্রণ পত্রে লেখা হয়েছে, আগামী মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ-২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টার জেনারেল একেএম শহীদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এদিকে পুলিশের মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) এর আগমনে দুপুর ২টা ২৫ মিনিটে অতিথিবৃন্দের আগমন ও র্যালি, আড়াইটায় প্রধান অতিথি ও অতিথিবৃন্দকে মঞ্চে আসন গ্রহণ, ২টা ৩৫ মিনিটে প্রধান অতিথি ও অতিথিবৃন্দকে বরণ, ২টা ৪৫ মিনিটে কমিউনিটি পুলিশিং স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, দুপুর ৩টায় বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য, বিকাল ৪টায় প্রধান অতিথির বক্তব্য ও বিকাল সাড়ে ৩টায় সভাপতি বক্তব্য রাখবেন।