নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আগামী ৫ই জানুয়ারী অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নব-নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ। ঐদিন সকাল ১০ টায় তেঁজগাও প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এসময় নাসিক নব-নির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ণ ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন। এরআগে নাসিকের নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। পরবর্তী প্রয়োজনীয় করনীয় লক্ষ্যে গেজেট এর কপি গত ২৯ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রনালয়ে প্রেরণ করেছে ইসি সিনিয়র সহকারী সচিব মিজানুর রহমান।
গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। ঐদিন রাতে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করা হলেও পরের দিন ২৩ ডিসেম্বর সরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার।
মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী। অন্যদিকে ২৭টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদের মধ্যে ১১টিতে আওয়ামী লীগ ও ১২টিতে বিএনপি, ৩টিতে জাতীয়পার্টি এবং ১টিতে বাসদ সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছে। ২৭টি ওয়ার্ড কাউন্সিলর পদে এবার প্রতিদ্বন্দীতায় ছিলেন ১৫৬ জন। সংরক্ষিত ৯টি আসনের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন।