নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোটার ) : ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় ক্রীড়া পুরস্কার (সংগঠক) পেয়েছেন কে.ইউ আকসির। ৩ সেপ্টেম্বর শনিবার সকালে ঢাকার ওসমানী মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে মেডেল, ক্রেষ্ট ও সম্মানী গ্রহণ করবেন তিনি।
কে.ইউ আকসির প্রথম জীবনে ক্রিকেট খেলার মাধ্যমে সূচনা করেন। স্কুলে পড়াকালীন সময় থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রতিনিধিত্ব করেছেন। খেলেছেন জেলার বড় ক্লাবে। এরপর ঢাকায় ১ম বিভাগ ক্রিকেট লীগে বিভিন্ন ক্লাবের পক্ষে নিয়মিত খেলেছেন। ক্রিকেট খেলার ফাঁকে ফাঁকে শ্যুটিং-এ নিজেকে সম্পৃক্ত করেছিলেন।
নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের প্রতিনিধি হিসেবে ডিভিশনাল শ্যুটিং প্রতিযোগিতায় পরপর ৫বার স্বর্ণপদক লাভ করার পাশাপাশি জাতীয় শ্যুটিং-এ জাতীয় রেকর্ড গড়েছিলেন। খেলোয়াড়ি জীবন থেকেই নেতৃত্ব দেবার গুণাবলী অর্জন করেছিলেন। তোলারাম কলেজের ছাত্র-ছাত্রী সংসদের জি.এস হিসেবে দায়িত্ব পালন করেছেন। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ৩ মেয়াদে সাধারণ সম্পাদক এর পর বর্তমানে সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘ এক যুগেরও বেশি নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পর এখন সহ-সভাপতি হিসেবে আছেন। তিনি বর্তমানে ঢাকা বিভাগীয় ত্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এশিয়া কাপ অনুর্ধ ১৯ ক্রিকেট দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপ ফুটবল কোয়ালিফাইং এবং অনুর্ধ -১৪ ফুটবল দলের টিম লীডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০০২ সালে কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে বাংলাদেশ শ্যুটিং দলের ম্যানেজার এবং ২০০৭ ও ২০০৯ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসে বাংলাদেশ শ্যুটিং দল এবং ২০০৬ সালে অষ্ট্রেলিয়ার মেলবোর্ণে কমনওয়েল্থ গেমসে বাংলাদেশ শ্যুটিং দলের কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালে কাতারের দোহায় এশিয়ান গেমসে বাংলাদেশ দলের শেফ দ্যা মিশন ছিলেন। তিনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের একজন সক্রিয় সদস্য।