নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মাসুদুজ্জামান বলেছেন, ‘গত ১৫ বছর নারায়ণগঞ্জের ক্রীড়া জগত চরম অবহেলার শিকার হয়েছে। কিশোরদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে। ক্রীড়াঙ্গন অবহেলিত হওয়ায় কিশোর গ্যাং তৈরি হয়েছে। কিশোররা বিপথে গেছে। তাদের উপর ‘কিশোর গ্যাং’ ট্যাগ লেগেছে। আমরা নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করবো। ক্রীড়াঙ্গনের কোনো বিভক্তি নারায়ণগঞ্জে দেখতে চাই না। শিশু-কিশোররা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়, সাংস্কৃতিক কর্মকান্ডে যাতে ব্যস্ত থাকতে পারে, অপরাধ কর্মকান্ড থেকে যাতে দূরে থাকতে পারে সে ব্যবস্থা করে দেবো। কিশোরদের বিপথে যেতে দেবো না।’
সোমবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর ইসদাইর এলাকায় অবস্থিত ওসমানী পৌর স্টেডিয়ামে ‘চব্বিশের শহীদ স্মৃতি একাডেমী কাপ অনুর্ধ্ব ১৩ ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সাবেক জাতীয় ফুটবলার ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সম্রাট হোসেন এমিলির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাবেক জাতীয় ফুটবলার শহীদ হোসেন স্বপন, খলিলুর রহমান দোলন, আজমল হোসেন বিদ্যুৎ, ওয়ালী ফয়সাল, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফারহানা মানিক মুনা প্রমুখ।
মোট ১৮টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। তাদের মধ্য থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ নির্ধারিত হবে।
সোমবার নারায়ণগঞ্জ ফুটবল একাডেমী ও কাশীপুর ফুটবল একাডেমীর মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ২৯ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল আড়াইটা থেকে দুইটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।