নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ শহরের কালির বাজার মসলা পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (৬ অক্টোবর) রাত ১১ টায় মিলন স্টোর নামে একটি প্লাস্টিকের দোকান থেকে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এবং আরবান কমিউনিটি স্বেচ্ছাসেবীরা বিভিন্নস্থান থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় একজন ফায়ার সার্ভিসের সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মিলন স্টোরের প্লাস্টিকের দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুন দ্রুত আশেপাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। পরে ফায়ার সার্ভিস খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩৬টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, আমরা ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এসময় আমাদের ফায়ার সার্ভিসের একজন সদস্য আহত হয়েছে। তাকে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য পাঠানো হেয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।