গণসংহতি আন্দোলন না.গঞ্জ মহানগর শাখার ১ম সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার ১ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই আয়োজন করা হয়। মহানগর কমিটির আহ্বায়ক নিয়ামুর রশীদ বিপ্লবের সভাপতিত্বে ও সম্পাদক পপি রাণী সরকারের সঞ্চালনায় উক্ত সম্মেলনের উদ্ধোধন ঘোষণা করেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

উদ্ধোধনী সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলের জেলার সমন্বয়ক তরিকুল সুজন ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন নারী সংহতি জেলার আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির জেলার আহ্বায়ক কাউসার হামিদ, প্রতিবেশ আন্দোলন জেলার সংগঠক আওলাদ হোসেন, গণসংহতি আন্দোলন ১২ নং ওয়ার্ড কমিটির সম্পাদক মো. শাহজালাল, ১৪ নং ওয়ার্ড কমিটির সংগঠক মো. ইব্রাহিম, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক মাহমুদ কলি হারুন, বন্দর থানার সংগঠক এমদাদ হোসেন, ১৮ নং ওয়ার্ড কমিটির সংগঠক তাকবীর হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন মহানগর কমিটির আহ্বায়ক সৌরভ সেন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত