নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গত ২ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে আরএমজি সেক্টরের উৎস কর, অগ্নি নির্বাপক যন্ত্রাদি এবং প্রি-ফ্রেব্রিকেটেড বিল্ডিং ম্যাটেরিয়ালসের উপর আমদানি শুল্ক, আয়কর রির্টান সহ বিভিন্ন প্রস্তাবনার ব্যাপারে বিকেএমইএ এর নেতৃবৃন্দদের সাথে সংগঠনের সদস্যদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ জুন সন্ধ্যায় রাজধানী ঢাকার মতিঝিলের দিলখুশা রোডে অবস্থিত পূর্বাণী হোটেলের কমিউনিটি সেন্টারে বিকেএমইএ এর এ মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত সদস্যের মতামতের ভিত্তি প্রস্তাবিত বাজেটে ধার্য করা উৎস কর, আমদানি শুল্ক, আয়কর রির্টান সহ বিভিন্ন বিষয়ে বিকেএমইএ সদস্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকগন তাদের সুচিন্তিত মতামত এবং পরামর্শ প্রদান করবেন। পরবর্তীতে তাদের মতামত ও পরামর্শের প্রতিবেদন প্রস্তাবনা আকারে অর্থমন্ত্রনালয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরন করবেন। প্রয়োজনে বিকেএমইএ এর নেতৃবৃন্দ অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে উপরোক্ত বিষয় গুলো সমাধানের উদ্যোগ নিবেন। সভায় আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে সদস্যদের মতামত বিকেএমইএ, ঢাকা, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রথম সহ সভাপতি এ এইচ আসলাম সানি। আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনসুর আহম্মেদ, সহ-সভাপতি(অর্থ) জিএম ফারুক, সাবেক সভাপতি মঞ্জুরুল হক, ফজলুল হক।সভা শেষে বিকেএমইএ ৬ জন সদস্যকে বিনা মূল্যে বায়ার্স ডিরেক্টরী বই বিতরন করা হয়। এরআগে এই বইটি ১৫ হাজার টাকা করে বিক্রি করা হয়েছিল।
প্রসঙ্গত প্রস্তাবিত বাজেট প্রকাশের পূর্বে বিকেএমইএ এর পক্ষ থেকে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত যন্ত্রাদি এবং প্রি-ফেব্রিকেটেড বিল্ডিং ম্যাটেরিয়ালসের উপর ৫ শতাংশ আমদানি শুল্ক পুরোপুরি উঠিয়ে দেওয়া, রপ্তানি মূল্যের উপর উৎসে আয়কর কর্তন না করে শুধুমাত্র(সিএম) এর উপর ০.৬০ শতাংশ চূড়ান্ত উৎস আয়কর নির্ধারণ করা সহ বিভিন্ন দাবিতে প্রস্তাবনা পাঠিয়ে ছিলেন।