চিশতিয়া বাউল সমিতির ইফতার মাহফিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ :  নারায়ণগঞ্জ চিশতিয়া বাউল সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সাইনবোর্ডস্থ সংগঠনের কার্যালয়ে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্র‍খ্যাত বাউল শিল্পী কাজল দেওয়ান।
নারায়ণগঞ্জ জেলা চিশতিয়া বাউল সমিতির সভাপতি জালাল দেওয়ানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, আব্দুল মালেক সরকার, তাজেল দেওয়ান, রাসেল দেওয়ান, সাধনা দেওয়ান, শাবানা আজমী প্র‍মুখ শিল্পীবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা বাউল  সংগঠন সম্মিলিত জোটের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ বাধন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সংগঠনের প্র‍তিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা বাউল জোটের সভাপতি এম এ ইমরান দেওয়ান।
ইফতার পূর্ব আলোচনায় কাজল দেওয়ান বক্তব্যে বলেন,   সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহর প্র‍তি বান্দার  আনুগত্য প্রকাশ  পায়।  সিয়ামসহ শরিয়ত ও মারেফতের  সমস্ত বিধি বিধান বান্দার ইহলৌকিক ও পারলৌকিক কল্যান বয়ে আনে।

add-content

আরও খবর

পঠিত