নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নৌ মন্ত্রনালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২০শে মার্চ রবিবার এই পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়।
জেলা প্রশাসন থেকে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম বেপারীকে প্রধান করে এই কমিটি করা হয়। এরমধ্যে নৌ মন্ত্রনালয়ের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি করে বিআইডব্লিউটিএর যুগ্ম সচিব ড. আ.ন. ম. বজলুর রশিদকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন : নৌপরিবহন অধিদফতরের নটিক্যাল সার্ভেয়ার এন্ড এক্সিমানার ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমান ও বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে । ২০শে মার্চ রবিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. আমিনুর রহমান এ কমিটি গঠন করেন।
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম বেপারী জানান, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ চডুবির ঘটনায় আমাকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রত্যেক মরদেহ দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছি। জেলা প্রশাসক আমাদেরকে কালকের মধ্যেই প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেছেন।
এদিকে, দুর্ঘটনার পর ধাক্কা দেওয়া কার্গো জাহাজ এমভি রূপসী ৯ আটক করেছে নৌপুলিশ। দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনার পরেই ওই কার্গোটি মুন্সিগঞ্জের হোসেনদী ডকইয়ার্ডে নোঙর করা হয়। পুলিশ সেখান থেকে কার্গোটি আটক করে।
অন্যদিকে, শেষ খবর পাওয়া পর্যন্ত শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় লঞ্চ ডুবির ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন হাসপাতালে মারা গেছেন। বাকিদের মধ্যে দুইজন নারী, একজন পুরুষ ও দুই শিশু। দুপুরে চর সৈয়দপুরের আল আমিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে এম এল আফসার উদ্দিন নামে একটি লঞ্চ মুন্সিগঞ্জ যাওয়ার পথে এমভি রূপসী ৯ নামে কার্গো সেটিকে ধাক্কা দেয়। কার্গোটি ওই লঞ্চকে ঠেলে অনেক দূর নিয়ে যায়। এতে লঞ্চটি মুহূর্তেই ডুবে যায়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলম বলেন, মুন্সিগঞ্জের হোসেনদী ডকইয়ার্ড থেকে জাহাজটি আটক করা হয়েছে। জাহাজের মাস্টার ও ড্রাইভার পালিয়ে গেছে। তবে অন্য স্টাফদের আটক করা হয়েছে।