নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আইনের শাসন কায়েম করতে হবে এমন মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, ফুটপাতে পথচারীদের চলাচলে ব্যবস্থা করে দিতে হবে, রাস্তায় গাড়ি চলার ব্যবস্থা করে দিতে হবে। নারায়ণগঞ্জের পুলিশ ও জেলা প্রশাসকের দায়িত্ব নিতে হবে। আর জনপ্রতিনিধিরা নীতি প্রণয়ন করবেন এবং সহযোগীতা করবেন। ন্যায় ও সত্য বাস্তবায়ন করার জন্য প্রশাসনের সাথে অবশ্যই আপনাদের থাকতে হবে। কারো একার কথা চলবে না। দশজনে মিলে যাকে নেতৃত্ব দিবেন সেই নারায়ণগঞ্জের উন্নয়নে ভূমিকা রাখবে।
১০শে মার্চ বৃহস্পতিবার বিকালে বাবুরাইল এলাকার শেখ রাসেল পার্ক সংলগ্ন চারুকলা ইনস্টিটিউট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে নাসিক মেয়র সেলিনা হায়াত আইভীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলালউদ্দিন আহমেদ। এসময় মন্ত্রী চারুকলা ইনস্টিটিউট প্রকল্পে সরকারি ২ কোটি টাকা অনুদানের ঘোষণা করেন।
মন্ত্রী আরও বলেন, এখানে যারা মায়েরা এবং বোনেরা আছেন। আপনাদের জন্য সবকিছু এখন করা হয়েছে। একটা সময় মহিলা সচিব হতো না, সেনাবাহিনীতে নারীরা মেজর হতে পারতো না, কলেজের প্রিন্সিপাল হতো না। আমাদের নেত্রী শেখ হাসিনা আপনাদের এগিয়ে যেতে সব ব্যবস্থা করেছেন। সুতরাং নারীদেরকে বঞ্চনা করা চলবে না। নারীদের অধিকার রয়েছে। তাদেরকে সম্মান করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সহ সিটি করপোরেশনের কর্মকর্তা ও কাউন্সিলরবৃন্দ সহ অনেকেই।
মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরে এক সাথে সকলকে সংঘবদ্ধ করেন। ১৯৯৬ সালে ১ম রাষ্ট্রীয় ক্ষমতায় আসার খাদ্য ঘাটতি থেকে শুরু করে শিক্ষা, চিকিৎসা, বিদুৎ উন্নয়ন করেন এইভাবে দেশের এগিয়ে নিয়ে যান। ২০০১ সালে আমার ক্ষমতায় আসলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করেন। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত দেশে কোন কিছুর ঘাটতি ছিলো না, তবে বিএনপির আমলে ৫০ লক্ষ টনের চালের ঘাটতি দেখা দেয়। বিদ্যুৎ ৪৩ শ মেগা ওয়াট থেকে ৩২ মেগা ওয়াট নেমে আসে।