নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি আওয়ামী লীগ করি বলেই আমাকে নৌকা প্রতীক দেয়া হয়েছে। আওয়ামী লীগ না করলে নৌকা প্রতীক পেতাম না। আজ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করলাম। ২৮ই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়ার পর তিনি এ কথা বলেন।
এদিকে, আগামী বছরের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের জন্য এর আগে মেয়র ও কাউন্সিলরদের প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং অফিসার মাহফুজা আক্তার।
তিনি আরও বলেন, প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জিং। এ নির্বাচনও এর বাইরে নয়। তিনি সব নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নেন। আগামী নির্বাচনে আপনার প্রতিপক্ষ শামীম ওসমান নাকি তৈমুর সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাঁর প্রতিপক্ষ সবাই। ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে নৌকাকে সামনে রেখে। সুতরাং এই নৌকা বিজয়ের প্রতীক। তাঁর সঙ্গে জনগণ আছে, জেলা আওয়ামী লীগসহ সবাই আছে। যাঁরা নৌকায় ভর করে বিগত দিনে নির্বাচনী বৈতরণী পাড়ি দিয়ে এসেছেন, তাঁরা কখনো নৌকার বাইরে যেতে পারবেন না। তাঁরা ঠিকই নৌকায় উঠে আসবেন।
প্রতীক বরাদ্দ পেয়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেন, দলীয় প্রতীক নৌকা আনুষ্ঠানিকভাবে আজ আমাকে দেয়া হয়েছে। আমি মনে করি, নারায়ণগঞ্জবাসী আবারো আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
তিনি আরও বলেন, আমার প্রতিপক্ষ প্রার্থী আমার বিষয়ে মিথ্যা প্রপাগাণ্ডা চালাচ্ছে। ওয়াসার পানির দাম আমি বৃদ্ধি করি নাই। আমি অনেক রাস্তা-ঘাট করে দিয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৭টি ওয়ার্ডে গাড়ি নিয়ে চষে বেড়াচ্ছেন সে রাস্তাগুলো আমার করে দেয়া।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দীপু, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাদির, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল সহ অন্যান্য নেতৃবৃন্দ।