নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে মাথায় শাবল পড়ে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জে একটি নির্মাণাধীন বহুতল ভবনের উপর থেকে পড়া শাবলের (ভারী ধাতব যন্ত্র) আঘাতে পথচারী এক নারীর মৃত্যু হয়েছে। আজ ২২ই ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ৩৭নং নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় তোতা মিয়ার মালিকানাধীন সানরাইজ হাউজিং লিমিটেড এর একটি নির্মাণাধীন ১১ তলার ভবন থেকে মাথার উপর শাবল পরে এই দুর্ঘটনা ঘটে।

ওই নিহত নারীর নাম জাহানারা বেগম (৫০)। তিনি শহরের খানপুরের কাজীপাড়া এলাকার বাসিন্দা সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী এবং এক সময়ের জনপ্রিয় ফুটবলার সম্রাট হোসেন এমিলির ফুপাতো বোন।

স্থানীয় লোকজন প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা বেগমের নাতি শহরের নবাব সলিমুল্লাহ সড়কের মাউন্ট রয়েল একাডেমিতে পড়ে। নাতিকে সেখানে পৌঁছে দিয়ে খানপুরে নিজ বাসায় ফেরার পথেই মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিরাপত্তা বেষ্টনী না দিয়ে ভবনের নির্মাণ কাজ করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।

শহরের খানপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়ার মালিকানাধীন ১০ শতাংশ জমির ওপর ভবনটি নির্মাণ করছে সানরাইজ হাউজিং লিমিটেড নামের একটি আবাসন কোম্পানি। কোম্পানির মালিক মো. আমান।

ওই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নির্মাণাধীন ১১ তলা আবাসিক ভবনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন জাহানারা বেগম নামে ওই নারী। হঠাৎ উপর থেকে একটি শাবল তার মাথার উপর পড়ে। এতে প্রচুর রক্তক্ষরণ হয় তার। তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, সিটি করপোরেশনে ভবনের নকশার অনুমোদন দেয় রাজউক। তাদের অবহেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

add-content

আরও খবর

পঠিত