★ বাংলার ছয় ঋতু ★ ( কবিতা )
আনীসুল মুরসালীন
নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বৈশাখ জ্যৈষ্ঠ দু-মাস মিলে হয় গরমের গ্রীষ্মকাল,
এ মৌসুমে পাই আমরা জাম, আনারস, আম, কাঁঠাল।
বৃষ্টিপাতের বর্ষাকাল হয় আষাঢ় শ্রাবণ দুই মাসে,
চতুর্দিকে ব্যাঙ ডাকে আর কদম কেয়ার বাস ভাসে।
রোজ বাতাসে দোলা লাগে নদীর ধারে কাশফুলে,
নীলাম্ভরের শরৎকাল হয় ভাদ্র আশ্বিন মাস মিলে।
কার্তিক অগ্র-হায়ণ মাসে মাঠে মাঠে ধান পাকে,
ইহাই হলো হেমন্তকাল একটু আধটু শীত থাকে।
পৌষ আর মাঘে কুয়াশা ঘেরা,
গাছের পাতা ঝরে যায়,
শীতের কালে খুব সকালে শিশির জমে গাছ পালায়।
ফাল্গুন চৈত্র মাস মিলে হয় ঋতুর রাজা বসন্ত,
কোকিল ডাকে শাখায় তখন
নানান ফুল হয় ফুটন্ত।