৩ প্রতারক নারী ২ দিনের রিমান্ডে শেষে আদালতে প্রেরণ

নারায়ণগঞ্জ বার্তা ( বন্দর প্রতিনিধি) : সাহায্যের নামে এক শ্রমিককে একটি বাড়িতে ৫ ঘন্টা আটক রেখে শারীরিক নির্যাতনের পর অশ্লীল ভিডিও ধারন করে প্রতারনা মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার মামলায় ৩ প্রতারক মহিলাকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

সোমবার দুপুরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে পুনরায় আদালতে প্রেরণ করা হয়। যার মামলা নং-৫৩(২)১৮।  প্রতারক নারীরা হলো বন্দর ত্রিবেনী এলাকার পুলিশ সোর্স মামুনের স্ত্রী আমেনা বেগম (৩২) নবীগঞ্জ এলাকার মৃত শহিদুল্লাহ মিয়ার স্ত্রী নার্গিস (৪০) ও শহরের গলাচিপা এলাকার মৃত আক্তার হোসেনের মেয়ে জয়নব বানু (৪৫)।

জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারী বুধবার রাতে ফতুল্লা থানার ভোলাইল এলাকার নিকবর মিয়ার ছেলে শ্রমিক ইকবাল তার বন্ধু সঙ্গে দেখা করতে বন্দর উপজেলার কাইকারটেক এলাকায় আসে। দেখা শেষে শ্রমিক ইকবাল হোসেন পুনরায় তার বাড়িতে ফেরার সময় পুলিশ র্সোস মামুনের পরামর্শে তার স্ত্রী প্রতারক নারী আমেনা বেগম, নবীগঞ্জ এলাকার নার্গিস   ও শহরের গলাচিপা জয়নব বানু শ্রমিক ইকবালের নিকট সাহায্যে প্রাথনা করে। পরে প্রতারক ৩ নারী কৌশলে শ্রমিক ইকবালকে বাড়িতে নিয়ে আটক রেখে শারীরিক নির্যাতন করে বিকাশের মাধ্যমে ২০ হাজা টাকা হাতিয়ে নেয়।

এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়ের হলে পুলিশ আটককৃত ৩ মহিলাকে ২ দিনের রিমান্ডে এনে ব্যাপক জ্ঞিাসাবাদ শেষে সোমবার দুপুরে তাদেরকে আদালতে পুনরায় প্রেরণ করেছে মামলার তদন্তকারি কর্মকর্তা।

add-content

আরও খবর

পঠিত