নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে দীর্ঘ বিশ বছর পর মাদককের একটি মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মনাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে শহরের ৪নং ডিআইটি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ সদর মডেল থানা-পুলিশ। মনা একই এলাকার শীতল গাজীর ছেলে।
সদর মডেল থানার এসআই শাহাদাত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২০০০ সালে মাদকের একটি মামলায় মনার বিরুদ্ধে নারায়ণগঞ্জ একটি আদালত দুই বছর সাজা ঘোষণা করা হয়। সেই থেকে মনা পলাতক ছিলেন। বুধবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।