১লা মার্চ থেকে সোনারগাঁয়ে মাস ব্যাপী লোকজ উৎসব শুরু

নারায়ণগঞ্জ বার্তা ২৪সোনারগাঁ সংবাদ দাতা ) :  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতি বছরের মতো এবার বসছে লোকজ উৎসব২০২১। ২০২১ সালে জানুয়ারি মাসে বছরের শুরুতে মেলা বসার কথা থাকলেও করোনা পরিস্থিতিতে এক ধাপ পিছিয়ে লোক কারুশিল্প ফাউন্ডেশনের হয়ে সাংস্কৃতি ঐতিহ্যকে অকৃত্রিমভাবে উপস্থাপন করার জন্য প্রাণের স্পন্দন মাস ব্যাপী গ্রাম্য এই মেলা আগামী ১লা মার্চ সোমবার শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ১৬ই ফেব্রুয়ারি মঙ্গলবার এক বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালনা বোর্ডের সভায় কথা জানান উপপরিচালক রবিউল ইসলাম।

তিনি আরো জানান, মেলার স্টল বরাদ্ধের বিষয় গুলো আগামীকাল থেকে পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে দেয়া হবে। সাধারণত জানুয়ারীতে আমরা মেলার আয়োজন করে থাকি। করোনা মহামারীর কারণে বছর আমরা মার্চের প্রথম দিনেই মেলা শুরু করতে যাচ্ছি।

উল্লেখ্য যে, দেশের প্রত্যন্ত অঞ্চলের বিলুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যকে পুনরুদ্ধার, সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রদর্শন এবং পুনরুজ্জীবনের লক্ষে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন প্রতি বছর মেলার আয়োজন করে থাকে।

add-content

আরও খবর

পঠিত