নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ বন্দরে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ কনেষ্টবল নিহত হয়েছে। নিহত পুলিশ কনেষ্টবলের মোঃ খোরশেদ আলম (৩৭) বন্দরের কামতাল তদন্ত কেন্দ্রের গাড়ি চালক হিসাবে কর্মরত ছিলেন। শুক্রবার ভোরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কামতাল তদন্ত কেন্দ্রের সামনে রাস্তা পারাপার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, কনেষ্টবল খোরশেদ (ড্রাই কং নং ১১৩৩) খোরশেদ আলম কামতাল তদন্ত কেন্দ্রে পাশেই বনলতা পাম্পে গাড়ি রেখে রাস্তা পারাপার হচ্ছিল। এসময় রাস্তার উল্টো দিক দিয়ে একটি অজ্ঞাত ট্রাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে মূর্মর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করে।
নিহত পুলিশ কনেস্টবল মোঃ খোরশেদ আলম টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার খালুয়াবাড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলে। তিনি ২০০১ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেন। নারায়ণগঞ্জের বন্দর থানাধীন কামতাল তদন্ত কেন্দ্রে ড্রাইভার হিসাবে কর্মরত ছিলেন।