স্বাধীনতার ৫১ বছর পরেও আমাদের অধিকার প্রতিষ্ঠা হয়নি : খোরশেদ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পাক হানাদারের জুলুম থেকে স্বাধীনতা অর্জনের ৫১ বছর পরে আমাদের অধিকার অর্জিত হয়নি। এখনো আমাদের অধিকার বুটের নীচে। চারদিকে অধিকার আদায়ের জন্য হাহাকার বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য বিদায়ী সভাপতি, মহানগর বিএনপি নেতা কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

১৬ ডিসেম্বর শুক্রবার বিজয় দিবসের র‌্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ আরো বলেন, যে গনতন্ত্রের আশায় ৩০ লক্ষ্য জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদে, সেই গনতন্ত্র আজ ভুলিন্ঠিত। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে গনতন্ত্র ফিরিরে দেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে শতশত নেতাকর্মী নিয়ে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে বিজয় র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জয়নাল আবেদীন, নুরুল হক চৌধুরী দিপু, বুলবুল আহমেদ, জানে আলম দুলাল, রানা মুজিব, রশিদুর রহমান রশো সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত