সৌদিতে নির্যাতনের শিকার আরো ৬৬ নারী বাংলাদেশে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : নির্যাতনের শিকার হয়ে সৌদি আরব থেকে দেশে ফিরলেন আরো ৬৬ জন নারী শ্রমিক। মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯টা ৪ মিনিটে সৌদি আরবের রিয়াদ থেকে তাদের বহনকারী সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। তারা সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। নির্যাতিতা নারীদের অভিযোগ, শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে আশ্রয় নিয়েছিলেন ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেইফ ক্যাম্পে।

একজন বলেন, তারা খাওয়া দাওয়া সবকিছুতে সমস্যা দেয়। দুইজন মেয়েরে কালকে মাইরা ফাটাইয়া ফেলাইছে। কালকে তারা সফর থেকে আইছে, সেখান থেকে আইসা তারা দুইজনরে মাইরা রক্ত-মক্ত বাইর কইরা দিছে। ভয়ে কাতর হয়ে গেছে সবাই।

পরে দূতাবাসের সহায়তায় দেশে ফিরে আসেন তারা। এর আগে মঙ্গলবার ভোরে সৌদি আরবের জেদ্দা থেকে ফেরেন আরো ২৫ নারী। চলতি বছর এ পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৯১ জন নারী শ্রমিক।

add-content

আরও খবর

পঠিত