নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে গাড়ির ফিটনেস ও রোড মারমিটবিহীন অর্ধশত বাস, ট্রাক আটকের পর ডাম্পিংয়ে পাঠিয়েছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) দুপুরে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আতিকুল ইসলামের নেতৃত্বে মহাসড়কের কাচঁপুর ও মেঘনা টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরআইএফ মেশিনের ব্যবহারের মাধ্যমে গাড়ির ফিটনেস, রোড পারমিট, চালকের লাইসেন্স যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আতিকুল ইসলাম বলেন, অভিযানে অত্যাধুনিক যন্ত্র আরআইএফ ব্যবহারের মাধ্যমে গাড়ির নাম্বার ব্যবহার করে গাড়ির ফিটনেস, রোড পারমিট যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল মালেক, এসপি মুশফিকুর রহমান, আনিসুজ্জামান, গাজীপুর অঞ্চলের এসপি শফিকুল ইসলাম, কাঁচপুর হাইওয়ে থানার এসআই আলী রেজা প্রমুখ।