সোনারগাঁয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের আলোচনা সভা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৫ই মার্চ শুক্রবার বিকালে জামপুর ইউনিয়নের বৈ-বাজার এলাকায় জামপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জাকির হোসেন জাকুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. আবু জাফর চৌধুরী বিরু।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও জামপুর ইউনিয়নের নৌকার মনোনয়ন প্রত্যাসী সামসুদ্দিন খাঁন আবু, জামপুর ইউনিয়নের আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আলহাজ্ব হুমায়ুন কবির ভূইয়া, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট নুর জাহান, সোনারগাঁও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাসুদ রানা মানিক, নোয়াগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ছাইদুর রহমান মোল্লা, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা শাখার জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মাহবুব আলম মিলন, সদস্য সচিব সৈয়দ মশিউর রহমান শামীম, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ন সম্পাদক লায়ন মো. মাহবুবুর রহমান বাবুল, উপজেলা যুবলীগের সহ সভাপতি নজরুর ইসলাম, কাঁচপুর শিল্পাঞ্চল জাতীয় শ্রমিক লীগের সভাপতি এবং কাঁচপুর ইউনিয়নের চেয়াারম্যান পদপ্রার্থী আব্দুল মান্নান মিয়া, জাহাঙ্গীর আলম জনি, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, খোকন মোল্লা, সোহরাফ হোসেন ও মুছা মিয়া।

এ সময় বক্তারা বলেন, এই মার্চ মাস একটি গুরুত্বপূর্ণ মাস, এই এ মাসে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহ্যবাহী ৭ই মার্চের ভাষণ, যেই ভাষণে বাঙালি জাতির জাগ্রত হয়েছিল। যার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধারা দেশকে স্বাধীন করিতে জাপিয়ে পড়েছিল সেই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৭ ই মার্চে রহেছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী, ১৭ ই মার্চ আরো জাঁকজমক ভাবে পালন করা হবে। তাছাড়াও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোমেন মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাজী আমির হোসেন, যুগ্ন সম্পাদক মফিজুর রহমান শুভ, সাংগঠনিক  সম্পাদক মো. হালিম ভূইয়া, ১ নং ওয়ার্ডের সভাপতি মো. জহিরুল ইসলাম, ২ নং ওয়ার্ডে সভাপতি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক  মোঃ ইউসুফ, সহ সভাপতি কামাল হাসেন, ৩নং ওয়ার্ডের সভাপতি হাজী জাবেদ আলী, ৪ নং ওয়ার্ডের সভাপতি হযরত আলী বাবু, সাধারণ সম্পাদক  মোঃ রুবেল মিয়া, ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. হানিফ , সাধারণ সম্পাদক  সামসুল আলম, ৬নং  ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের সভাপতি বশির আহমেদ,৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আল ইসলাম শেখ মহল, আব্দুল বাতেন সহ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত