সোনারগাঁয়ে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় বখাটের কারাদণ্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদ দাতা ) : সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে সাইফুল ইসলাম (২১) নামে এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার ওভার ব্রিজের নিচে এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার সময় হাতেনাতে আটক করে পুলিশ।

পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্ত সাইফুল উপজেলার বাড়ি মজলিস এলাকার জহিরুল ইসলামের ছেলে।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা ওভার ব্রিজের নিচে এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছে।

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকার বখাটেরা স্কুল-কলেজে যাওয়া-আসার পথে ছাত্রীদের উক্ত্যক্ত করে আসছে। এখন থেকে পুলিশ ওই এলাকায় প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করবে।

add-content

আরও খবর

পঠিত