সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে বাংলা নববর্ষ উদযাপন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অবস্থিত সিন্হা স্কুল এন্ড কলেজে ১৪ই এপ্রিল (রোববার) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত নাচ, গান সহ নানান অনুষ্ঠান উদযাপনের মধ্য দিয়ে ১৪২৬ বাংলা নববর্ষকে বরণ করে নেয়া হয়েছে।

অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ ছাইফুল কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওপেক্স ও সিনহা টেক্সটাইল গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান সিন্হা ও বিশেষ অতিথি হিসেবে কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ ওমর উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তৃতায় মোশাররফ ওমর চেয়ারম্যান উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, পহেলা বৈশাখ বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য আনন্দের একটি উৎসব। নাচ, গান, খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে ভাল করার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে লেখাপড়ায়ও ব্যাপকভাবে মনোযোগ দিতে হবে এবং প্রকৃত সুশিক্ষায় শিক্ষিত হয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ও মা-বাবার সুনাম বাড়াতে হবে। অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গরিব ও অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য প্রতিবছর আমি আমার ব্যক্তিগত অর্থায়ন থেকে ৫ লক্ষ টাকা এবং যে সকল শিক্ষার্থী অসুস্থতার দরুণ ভালভাবে লেখাপড়া করতে পারছেনা তাদের সুস্থতা ও লেখাপড়ার জন্যও প্রতিবছর আমার ব্যক্তিগত অর্থায়ন থেকে ৫ লক্ষ টাকা দেয়ার আশ্বাস দিচ্ছি।

প্রধান শিক্ষক আব্দুল আলীম ও সহকারি প্রধান শিক্ষক আশরাফ উল্লাহর সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি শামছুজ্জামানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্ণিং বডির অভিভাবক সদস্য (কলেজ) সিরাজুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু, শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) মমতাজ বেগম, জেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক জাহাঙ্গির আলম, সোনারগাঁ জিআর কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক, সিন্হা স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, সকল শ্রেণীর বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এবং অভিভাবকবৃন্দ সহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের তৈরী করা বিভিন্ন পিঠাপুলির স্টল পরিদর্শণ করেন এবং প্রতি স্টল থেকে ৫ হাজার টাকার পিঠা ক্রয়ে করেন চেয়ারম্যান মোশাররফ ওমর।

add-content

আরও খবর

পঠিত