সোনারগাঁয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করলেন জিন্নাহ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ  সংবাদ দাতা ) : সোনারগাঁয়ে সনমান্দি ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারি বুধবার সকাল থেকে সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ প্রধান অতিথি হয়ে ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ সকাল ১০ টায় দড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন। পরে চেয়ারম্যান সকাল ১১ টায় নীলকান্দা নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১২ টায় চরলাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাড়ে ১২টায় সোনারবাংলা উচ্চ বিদ্যালয়, দুপুর ১ টায় হাসান খান উচ্চ বিদ্যালয় এবং ২ টা সময় কুমারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা খুব খুশি।

এ সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ সবাইকে নতুর বছরের শুভেচ্ছা জানিয়ে বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলে আজ বছরের প্রথম তারিখে বিনামূলে বই দিচ্ছে, শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে, আবারো পোশাকের জন্য টাকা দিবেন । মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের জন্য অনেক ভাবেন । তোমরা নতুন বই পড়ে ভাল রেজাল্ট করিবে এটাই মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা গর্ব।

এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, হাজী জসিম উদ্দিন, প্রথম আলো সোনারগাঁও প্রতিনিধি মনিরুজ্জামান মনির, মাইন উদ্দিন, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকন, শাহিনা মেম্বার, হারুন অর রশিদ মেম্বার, সাংবাদিক কামাল উদ্দিন ভূইয়া, পনির ভূইয়া , নজরুল ইসলাম শুভ, বাবুল মাস্টার, আজিজুল হক মাস্টার, দেলোয়ার হোসেন মাস্টার সহ প্রমুখ ।

add-content

আরও খবর

পঠিত