সোনারগাঁয়ে লোকজ উৎসব উপলক্ষ্যে মতবিনিময়

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০১৯ এর উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) বিকালে ফাউন্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আগামী ১৪ জানুয়ারি (১লা মাঘ) থেকে শুরু হবে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০১৯।

সভায় ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ জানান, এবারের মেলায় তাঁতের কাপড়ের তৈরী সামগ্রী, শামুক-ঝিনুকের হস্তশিল্প, নকশি কাঁথা, পাটজাত সামগ্রী, জামদানী শাড়ী, লালনের একতারা, ডুগডুগী, বাঁশ, বেত, কাঠ, মুরি, মুরকি, মন্ডা-মিঠাই সহ বিভিন্ন খাবারের স্টল নিয়ে মোট ১৭০টি স্টল থাকবে। এছাড়া প্রতিদিন লোকজ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্কুলের ছেলে মেয়েদের পরিবেশনায় বিলুপ্ত প্রায় গ্রামীণখেলা, পুতুল নাচ, কর্মরত কারুশিল্পী প্রদর্শনী, মৃত শিল্পের উপর বিশেষ প্রদর্শনী ছাড়াও উল্লেখযোগ্য দিনগুলোতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) খোরশেদ আলম, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম, তদন্ত ওসি সেলিম মিয়া, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলাম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম ও অ্যাডভোকেট নূরজাহান, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনী, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান হাজী শাহাবুদ্দিন সাবু, জামপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ, পৌর কাউন্সিলর জাহেদা আক্তার মনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারন সম্পাদক রাসেল মাহমুদ প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত