সোনারগাঁয়ে মোশারফকে ঠেকাতে বাবু ওমর, জনসমর্থনে এগিয়ে ইকবাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : আর মাত্র সপ্তাহ তিনেক পরেই অনুষ্ঠিত হবে সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ১৪ই মার্চ প্রতীক পাবেন প্রার্থীরা। তবে প্রতীকের আশায় বসে না থেকে প্রার্থীরা এখন মাঠ গোছানোর কাজে ব্যস্ত সময় পাড় করছেন।

জানা যায়, এবারের নির্বাচনে নাটকীয়তার শুরু হয় গত ১লা মার্চ মোশারফ হোসেনের নৌকার মনোনয়ন প্রাপ্তির মধ্যদিয়ে। মোশারফকে ঠেকাতে জনপ্রতিনিধি ঐক্য ফোরামের পক্ষ থেকে চেয়ারম্যান পদে মাহফুজুর রহমান কালাম ও ভাইস চেয়ারম্যান পদে কাঁচপুরের বাবুল ওমর বাবুকে সমর্থন দিয়ে একটি শক্তিশালী প্রতিপক্ষ তৈরী করা হয়।

এসময় উপজেলা জুড়ে একটি গুজব ছড়িয়ে পড়ে যে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু নাইম ইকবাল নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন। কিন্তু পরে তা ভুল প্রমানিত হয়। জনগণের প্রার্থী হিসেবে নির্বাচনে থাকার ঘোষনা দেন এই সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা। এরপর থেকে প্রতিদিনই তিনি উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে নিজের মাঠ গুছিয়ে নিচ্ছেন। প্রতিটি এলাকার রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষিত সমাজ ও শান্তিপ্রিয় সাধারন মানুষের প্রার্থী হিসেবে আবু নাইম ইকবালের জনসমর্থন বেড়েই চলছে। শনিবার (৯ মার্চ) বিকালে তিনি বারদী ইউনিয়নের শান্তিরবাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় বারদী ইউপির প্যানেল চেয়ারম্যান দাইয়ান সরকার, হাবু মেম্বার, ছানাউল্লাহ মেম্বার, ফারুক হোসেন মেম্বার, আওয়ামীলীগ নেতা আমিনুল ইসলাম ভূঁইয়া, পৌরসভার কাউন্সিলর গরীব নেওয়াজ, ইব্রাহীম হোসেন ইবু’সহ গন্যমান্য ব্যক্তিরা তার পক্ষে গণসংযোগ করেন।

এ প্রসঙ্গে ভোটারদের অভিমত, আবু নাইম ইকবাল সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা শিক্ষা কমিটির সদস্য। তিনি পৌরসভার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়টিকে সারাদেশের মধ্যে একটি আদর্শ বিদ্যালয়ে পরিনত করেছেন। যার দরুন দেশ ও দেশের বাইরে থেকেও শিক্ষানুরাগীরা বিদ্যালয়টিকে দেখতে আসেন। এছাড়া আবু নাইম ইকবাল সবসময় উপজেলার গরীব, দুঃখী ও সাধারন মানুষের উপকার করার চেষ্টা করেন। উপজেলার অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে তার অনুদান রয়েছে। তাই ভোটাররা চায় তার মত একজন পরোপকারী ব্যক্তিই যেন উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। যাকে সুখে-দু:খে সবসময় পাশে পাওয়া যাবে।

add-content

আরও খবর

পঠিত