নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফ্রেশ কোম্পানি কর্তৃক ১০টি গ্রামের প্রায় ১২ হাজার মানুষের চলাচলের একটি সরকারী রাস্তা এবং কবরস্থান ও মাদ্রাসার রাস্তা বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী এলাকাবাসী। আজ ৭ই এপ্রিল বুধবার সকালে উপজেলার সোনারগাঁও উপজেলার মেঘনা ঝাউচর এলাকায় এ বিক্ষোভ মিছিল করে হাজার হাজার গ্রামবাসী।
এ সময় গ্রামবাসী জানায়, ১০টি গ্রামের প্রায় ১২ হাজার জনগণের একমাত্র রাস্তাটি জোরপূর্বক দখলে নিয়ে বন্ধ করে দেয় ফ্রেশ কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান। গত তিন আগে রাস্তা বন্ধের সময় গ্রামবাসী বাধা দিলে কোম্পানির নিযুক্ত আনসার বাহিনী গ্রামবাসীর উপর গুলি চালায় এতে কয়েকজন আহতের ঘটনা ঘটে। পরবর্তীতে কোম্পানির পক্ষ্য থেকে জানানো হয়েছিলো দুই দিনের মধ্যে রাস্তা খুলে দেয়া হবে। কিন্তু আজ তিন দিন পার হলেও রাস্তা খুলে না দেয়ায় বিক্ষোভ মিছিল করে গ্রামবাসী।
এ সময় আজ বিক্ষোভকালে আগামী ৪৮ ঘন্টার মধ্যে রাস্তা খুলে না দিলে এখানে যেকোন অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আল্টিমেটাম দেয় গ্রামবাসী। এ বিষয়ে মেঘনা ফ্রেশ কোম্পানির সাথে যোগাযোগ করতে চাইলে তারা কোন কথা বলতে রাজি হননি।