নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেটকার খাদে পড়ে ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছে। গুরুতর আহতাবস্থায় স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রবিবার (২০ জানুয়ারি) ভোরে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের ভৈরবেরটেক এ ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল চারজনের মরদেহ উদ্ধার করেন।
নিহতরা হলেন, আড়াইহাজার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকার মৃত কাজেম আলী মোস্তাকের ছেলে দলিল লিখক শহীদুল্লাহ (৪৫), একই এলাকার জোহর আলীর ছেলে রাজু আহম্মেদ (৪২), বড়ফাউসা এলাকার ইবু বাবুর্চির ছেলে রিপন (৪১) ও আড়াইহাজার পৌরসভাধীন বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন (৪০)। শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে ফেরার পথেই সড়ক দূর্ঘটনায় এদের মৃত্যু হয়েছে। নিহদের সবাই আড়াইহাজারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স-এর ইন্সপেক্টর সেলিম রেজা জানান, রবিবার সকাল ৯টায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে চার ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়। তবে তাদের বহনকৃত ঢাকা মেট্রা-ঘ-১৫-৫৪৮৩ নাম্বারের সাদা রংঙের প্রাইভেটকারটি শনিবার রাতের যেকোন সময় নিয়ন্ত্রন হারিয়ে পাশে খাদে পড়ে যায়। পানিতে ডুবে যাওয়ায় তাদের মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি গাড়ীতে থাকা রবিন নামে এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম বলেন, শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিজয় সমাবেশ থেকে ফেরার পথে রাতে ঘন কুয়াশার কারণে সোনারগাঁয়ের ভৈরবেরটেক এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-ঘ-১৫-৪৫৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চার জনের মৃত্যু হয় এবং গড়ীতে থাকা আরো ১ জন আহত হয়েছে। নিহত চার জনই আড়াইহাজার থানার বাসিন্দা বলে তিনি জানান।