নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আবর্জনার ভাগাড় সরলো এক পুলিশ কর্মকর্তার উদ্যোগে। বুধবার (১০ জুলাই) সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আজাদের উদ্যোগে মহাসড়ক থেকে ময়লা আবর্জনা সরিয়ে সেখানে বালু ফেলে ফুলের বাগান করার উদ্যোগ নেওয়া হয়। বাগানে রোপণ করা হবে ৪০০ ফুলের গাছ।
এলাকাবাসীরা জানান, পঁচা ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসের সঙ্গে মিশে আশপাশের পরিবেশ দূষিত হয়। ফলে প্রতিদিনই হাজার হাজার মানুষ অবর্ণনীয় ভোগান্তিতে পড়েন। ওই এলাকা দিয়ে চলাচল করার সময় ময়লার দুর্গন্ধে প্রায়ই অসুস্থ হয়ে পড়েছেন নারী ও শিশুরা।
সোনারগাঁ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তার বিভিন্ন দোকান ও বিভিন্ন বাড়ির ময়লা আবর্জনা ফেলা হতো। ফলে নষ্ট হচ্ছিল ওই এলাকার স্বাভাবিক পরিবেশ। দুর্গন্ধের কারণে পথচারীরা নাকে রুমাল চেপে ওই এলাকায় চলাচল করতেন। কেউ কেউ হাত দিয়ে নাকমুখ চেপে ধরেও চলাচল করেছেন।