সোনারগাঁয়ে ব্যাংক এশিয়ার ৭ লাখ টাকা চুরি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া বাজারের ব্যাংক এশিয়ার একটি এজেন্ট ব্যাংক থেকে সাত লাখ টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। চোরেরা ওই ব্যাংকের জানালার গ্রীল কেটে নগদ ৭ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান ও পরিদর্শক তদন্ত হেলালউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, উপজেলা মোগরাপাড়া বাজারে গত ৩ মাস আগে ব্যাংক এশিয়ার একটি এজেন্ট শাখা মোগরাপাড়া বাজারে স্থাপন করা হয়। বৃহস্পতিবার রাতে ব্যাংকের ওই শাখায় কাজ শেষ করে কাস্টমার রিলেয়েশন অফিসার আসিফ কাদেরী ব্যাংকটি বন্ধ করে বাড়িতে চলে যান। পরে শনিবার সকালে ওই ইউনিয়নের গ্রাম পুলিশ আবু তাহের আসিফ কাদেরীকে ফোন করে ব্যাংকের জানালার গ্রীল কাটার কথা মোবাইল ফোনে জানিয়েছেন। পরে তিনি ব্যাংকে এসে দরজা খুলে ভেতরে আসিফ কাদেরির টেবিলের ড্রয়ার ভাঙ্গা ও কিছু কাগজপত্র এলোমেলোভাবে পড়ে থাকতে দেখেন। চোরেরা ব্যাংক থেকে নগদ ৭ লাখ ৪৬ হাজার টাকা নিয়ে গেছে বলে জানা যায়।

পুলিশের প্রাথমিক তদন্তে ব্যাংকের লোক জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

add-content

আরও খবর

পঠিত