সোনারগাঁয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুবেল খান, সোনারগাঁ ) : পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে কাচঁপুর সিন্হা স্কুল এন্ড কলেজ এর সভাকক্ষে জনসচেতনতা বৃদ্ধির জন্য এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

মঙ্গলবার সকালে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলার নির্বাহী অফিসার মো. শাহিনুর ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রেতাভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন  চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ এর পরিদর্শক তানজিনা আক্তার।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিন্হা স্কুল এন্ড কলেজের ভারপ্রপ্ত অধ্যক্ষ আব্দুল আলীম, সিন্হা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ এর সভানেত্রী মিসেস সেলিনা রুহুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. মাসুদ খাঁন।

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিশ্ব পরিবেশ দিবসের আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি, প্লাস্টিক পূ:নব্যবহার করি না পারলে বর্জন করি পলিথিন এমন একটি অপচনশীল বর্জ্য যা মাটির উর্বরতা একেবারে নষ্ট করে দেয় এবং অন্যান্য বর্জ্য নিষ্কাশনে বাধার সৃষ্টি করে।  পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির জনসচেতনতা মূলক এই কর্যক্রমের প্রসংশা করে বলেন নাগরিক সচেতনতাই পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের একমাত্র উপায়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সুন্দর মন ও সুস্বাস্থ্যের মূল চাবিকাঠি। তাই আমাদের সকলকে নিজ নিজ এলাকার আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহামান ও এলাকার গুনীব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র ভাইস চেয়াম্যান ও বিশিষ্ট সাংবাদিক নেতা মো. আব্দুল বাতেন সরকার।

add-content

আরও খবর

পঠিত