নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চট্টগ্রাম বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত পলাশ মাহমুদের লাশ বাড়িতে আনা হয়েছে। চট্টগ্রাম থেকে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে তাকে সোনারগাঁ উপজেলার পিরিজপুরের দুধঘাটা গ্রামে আনা হয়।
এর আগে সোমবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজে লাশ শনাক্ত করে তার পরিবার। মরদেহ গ্রহণের পর পলাশের চাচা দ্বীন ইসলাম সাংবাদিকদের জানান, বিমান ছিনতাইয়ের মত এত বড় ঘটনা পলাশের একার পক্ষে কখনই সম্ভব নয়। এর পেছনে বড় কারো ইন্ধন থাকতে পারে। সকল প্রক্রিয়া শেষ করে মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসা হয়।
এর আগে দুপুরে চমেকে পলাশের লাশে ময়নাতদন্ত করা হয়। সন্ধ্যায় বিমান ছিনতাইয়ের ঘটনায় সিএমপির পতেঙ্গা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।মামলায় পলাশ মাহমুদ ছাড়াও অজ্ঞাতদের আসামি করা হয়েছে।