সোনারগাঁয়ে প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে পল্লী বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার (২১ জুন) দুপুর ২টায় উপজেলার কাঁচপুর  এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলায় আগামী ১ তারিখের মধ্যে স্থাপনকৃত সকল প্রিপেইড মিটার সরিয়ে না নিলে এবং নতুন কোন প্রি-পেইড মিটার স্থাপন করা হলে বক্তারা বৃহত্তর কর্মসূচীর ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারী দেন। পল্লী বিদ্যুতের এই প্রিপেইড মিটারকে রাক্ষুসে আক্ষা দিয়ে মানববন্ধন ও সমাবেশে আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মী ও সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী বলেন, জনগনের স্বার্থ বিবেচনায় সরকারের উচিৎ প্রি-পেইড মিটার বন্ধ করে দেওয়া। পূর্বে তাদের যে বিদ্যুৎ বিল আসতো প্রিপেইড মিটার স্থাপনের পর তা বেড়ে দ্বিগুনেরও বেশী দাড়িয়েছে। এক ক্ষুদ্র ব্যবসায়ী নিজের পেট চাপড়ে দু:খ করে বলেন, যা আয় করি তার অর্ধেক যদি বিদ্যুৎ বিলই দিতে হয় তাহলে স্ত্রী-ছেলে-মেয়ে নিয়ে বাচঁবো কি করে।

add-content

আরও খবর

পঠিত