নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার ছাপেরবন্ধ গ্রামে সিরাজউদ্দিন নামের এক শারিরিক প্রতিবন্ধী বৃদ্ধার জমি দখলের অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ওই প্রতিবন্ধীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী ওই প্রতিবন্ধী বৃদ্ধা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ^াস দিয়েছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুর রহমান খাঁন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দায়ের করা অভিযোগে ওই প্রতিবন্ধী বৃদ্ধা জানান, উপজেলার ছাপেরবন্ধ এলাকায় সরকারের কাছ থেকে দীর্ঘ ৪০ বছর ধরে সাড়ে ৩৩ শতাংশ জমি লিজ নিয়ে কৃষি কাজে ব্যবহার করে আসছে। লিজকৃত জমির নিয়মিতভাবে খাজনা পরিশোধ করে আসছেন তারা। একই এলাকার মৃত আলমাছ মিয়ার ছেলে প্রতিপক্ষ নুরুদ্দিন, আবুল হোসেন, শহিদ ও মতিন জোরপূর্বক ওই জমি দখল করে বালু ভরাট করে শ্রেণী পরিবর্তন করে তাদের দখলে নিয়ে নেয়। এছাড়াও তাদের লাগানো বিভিন্ন ফলদ গাছ কেটে পিকনিক স্পট গড়ে তোলার পায়তারা করছে।
ভূক্তভোগী প্রতিবন্ধী বৃদ্ধা সিরাজউদ্দিনের বড় ভাই সাহাজউদ্দিন জানান, আমার বাবা জীবত থাকাবন্থায় এ জমি সরকারের কাছে থেকে লিজ নিয়ে দখলসূত্রে ভোগ দখল করে আসছি। এ লিজকৃত জমি একটি ভূয়া দলিল তৈরি করে জমিটি নিজের দাবী করে জোরপূর্বক দখল করে নেয়। এতে বাঁধা দেওয়ায় আমাদের পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলার হুমকি দেয়। জমি দখলের পর আমাদের যাতায়তের রাস্তা বন্ধ করে দিয়েছে দখলকারীরা।
অভিযুক্ত নুরুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের লিজকৃত জমিতেই আমরা মাটি ভরাট করেছি। তাদের জমি আমরা দখল করেনি।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুর রহমান খাঁন বলেন, লিজকৃত জমি নিয়ে বিরোধের বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।