সোনারগাঁয়ে নারী নির্যাতন সংক্রান্ত ঘটনায় ৩টি মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁয়ে দাবিকৃত যৌতুক না দেওয়ায় তাছলিমা নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে তার স্বামী মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। এছাড়া সুমি নামের এক কিশোরীকে ছাদ থেকে ফেলে হত্যা চেষ্টার অভিযোগে তার প্রেমিক ও এক সহযোগীর বিরুদ্ধে একটি মামলা এবং জুয়া খেলার টাকা না দেওয়ায় রোজিনা নামের এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগে তার স্বামীর বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।

মামলার অভিযোগে জানা যায়, আড়াইহাজার উপজেলার ধন্ধি এলাকার সাইফুল ইসলামের মেয়ে তাছলিমার সাথে ১৩ বছর আগে সোনারগাঁ পৌরসভার রাইজদিয়া গ্রামের মুল্লুক চাঁদের ছেলে মিজানুর রহমানের বিয়ে হয়। বিয়ের সময় বরকে নগদ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার যৌতুক দেওয়া হয়। কিন্তু এরপরেও যৌতুকের দাবিতে মিজানুর রহমান তার স্ত্রীকে প্রায়ই মারধর করতো। এরই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল মিজানুর রহমান তার স্ত্রী তাছলিমাকে মারধর করে। এ ঘটনায় গুরুতর আহত তাছলিমা ২ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে এ ঘটনায়  নিহতের ভাই আমিনুল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

অন্যদিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ষোলপাড়া গ্রামে জসিমউদ্দিনের বাড়ির ভাড়াটিয়া বরিশাল জেলার মৃত আব্দুল্লাহ এর মেয়ে সুমি আক্তারের সাথে পার্শ্ববর্তী দমদমা গ্রামের ভাড়াটিয়া ফারুকের প্রেমের সম্পর্ক গঠে উঠে। গত ১ মে সন্ধ্যায় ফারুক তার এক বন্ধু শাহীনের মাধ্যমে সুমি আক্তারকে একটি বাড়ির ছাদে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। এতে সুমি রাজি না হওয়ায় ফারুক ও তার বন্ধু শাহীন সুমিকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় সুমির ভাই মামুন বাদি হয়ে ফারুক ও শাহীনকে আসামী করে থানায় একটি মামলা করেন।

অপরদিকে উপজেলার কাঁচপুর এলাকায় স্বামীকে জুয়া খেলার টাকা না দেওয়ায় রোজিনা আক্তার (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূ রোজিনা বাদি হয়ে স্বামী মনোয়ার হোসেনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৮ বছর পূর্বে রোজিনা আক্তারের সাথে উপজেলার সাদিপুর আমগাঁও গ্রামের মৃত মজলিস খাঁনের ছেলে মনোয়ার হোসেনের বিয়ে হয়। গত ২ মে মনোয়ার হোসেন জুয়া খেলার জন্য রোজিনাকে পিত্রালয় থেকে ১ লাখ টাকা যৌতুক এনে দিতে বলে। এতে রোজিনা রাজি না হওয়ায় তাকে পিটিয়ে আহত করে জুয়ারি স্বামী মনোয়ার হোসেন। পরে এ ঘটনায় রোজিনা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির মামলা তিনটির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগগুলো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

add-content

আরও খবর

পঠিত