নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে বাংলা নববর্ষ ১৪২৬ আগমন উপলক্ষে রবিবার (১৪ এপ্রিল) বর্ষবরণ উদযাপন করা হয়েছে। বর্ষবরণ উপলক্ষে ফাউন্ডেশন চত্বরে জমজমাট আয়োজন করা হয় এবং ঝিলের জলে ময়ূরপঙ্খী নৌকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন কিরণ চন্দ্র রায়সহ শিল্পীরা।
অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ, উপপরিচালক রবিউল ইসলাম, প্রদর্শন কর্মকর্তা একে আজাদ সরকার, গাইড লেকচারার মোজাম্মেল হক।
পহেলা বৈশাখ উপলক্ষে সকাল থেকেই বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ বর্ষবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে আনন্দ করেন। জাদুঘরে বৈশাখ উপলক্ষে তিন দিনব্যাপী শুরু হয়েছে বৈশাখী মেলা। মেলায় মৃৎ শিল্প, কারু পণ্য, জামদানী শাড়ির দোকান, জিলাপি, মুড়ি, মোয়া, নাগর দোলা, পুতুল নাচসহ হরেক রকমের দোকান বসেছে।
এদিকে পহেলা বৈশাখ উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদের পাশে বটতলায় বৈশাখ উদযাপন অনুষ্ঠান করা হয়। এতে অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।