নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়নের ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ৪ঠা জানুয়ারি সোমবার বিকালে সনমান্দী ইউনিয়নের মগবাজার এলাকায় বঙ্গবন্ধু আধুনিক লাইব্রেরী সংলগ্ন মাঠে আলোচনা সভা এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগে কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক দীপক কুমার বণিক দীপু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপ বিষয়ক কমিটির সদস্য, বাংলাদেশ চেয়ারম্যান ফোরামের সাংগঠনিক সম্পাদক সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ হলো ভালোবাসা অনুভূতির অন্যতম জায়গা। বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নানা চড়াই উৎরাই পেরিয়ে ৭৩ বছর পূর্ণ করছে আজ। দেশ ভাগের পর ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে এ-ই সংগঠনের যাত্রা শুরু হয়।
এসময় বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সংগ্রাম, সাফল্য ও ঐতিহ্যের ৭৩ বছর পূর্ণ করেছে আজ ঐতিহাসিক শ্রেষ্ঠত্ব এখনও পর্যন্ত ছাত্রলীগের হাতেই আছে। প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধু আর্দশ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মোহাম্মদ নিয়ন সুমন সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল হক, উপজেলা সাবেক ছাত্রলীগনেতা জহিরুর ইসলাম খোকন, সনমান্দী ইউনিয়নের যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, কৃষকদের সভাপতি জামাল হোসেন , আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন, মাসুদ রানা, তরিকুল, আল-আমিন সহ প্রমুখ।