সোনারগাঁয়ে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ের টিপুরদী এলাকায় অবস্থিত চৈতি গার্মেন্টস কর্মী রিনা আক্তার (২৮) নিহত হওয়ার খবরে বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করেছে শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১২ জন আহত হয়।

চৈতি গার্মেন্টসে কর্মরত সুইং অপারেটর রুমা আক্তার ও লাইন ম্যান পংকজ জানান, বৃহস্পতিবার দুপুরে কারখানার মূল ভবনের তিন তলায় ১২নং লাইনে সুইং অপারেটর হিসেবে কাজ করছিলেন রিনা আক্তার। তাকে ওই লাইনের ইনচার্জ জামালসহ কয়েক জন নির্যাতন করে হাত পা বেধে বাথরুমে ফেলে রাখে। পরে অন্য শ্রমিক বাথ রুমে গেলে বিষয়টি দেখে নাজমা আক্তারসহ দুই জন শ্রমিক জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর কারখানার কর্তৃপক্ষ দুপুর ১টায় কারখানা বিরতি দেওয়ার কথা থাকলে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগেই বিরতি দিয়ে দেন।

পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত রিনা আক্তারসহ আহত দুই শ্রমিককে গাড়ি দিয়ে বের করার সময় শ্রমিকরা গাড়ি ভাঙচুর করে আহত শ্রমিকদের উদ্ধার করে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। এতে প্রায় ১৪ কিলোমিটার রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ, কাচঁপুর হাইওয়ে পুলিশ, কাচঁপুর শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১২ জন আহত হয়।

কারখানার উপ মহাব্যবস্থাপক বদরুল আলম জানান, কারখানায় একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। গুজবে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) খোরশেদ আলম জানান, কারখানায় শ্রমিক নিহত হওয়ার খবরে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। শ্রমিকদের লাঠিচার্জ করে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

add-content

আরও খবর

পঠিত