সোনারগাঁয়ে গণসংবর্ধনায় যোগদান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( এম ডি অনিক, সোনারগাঁ ) :  বাংলার মেহনতী মানুষের প্রান প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা গনতন্ত্রের মানস কন্যা,মাদার অব হিউমিনিটি জননেত্রী শেখ হাসিনাকে আগামী ২১ শে জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনাকে সাফল্য মন্ডিত করার লক্ষে প্রস্তুতি মূলক সভা ও আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড সম্পর্কিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

১৮ই জুলাই বুধবার বিকেল ৪টায় সোনারগাঁ জাদুঘরের ১ নং গেইট সংলগ্ন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালামের চামেলী হাউস প্রাঙ্গনে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম।

এসময় ২১ শে জুলাইয়ের গনসংবর্ধনা সফল করতে সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান সোনারগাঁয়ের নৌকার কান্ডারী জননন্দিত নেতা আলহাজ্ব  মাহফুজুর রহমান কালাম।প্রস্তুতিমূলক সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সাবেক সংগ্রামী ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দীন শাবু, উপজেলা মহিলালীগের সভাপতি এডভোকেট নুরজাহান, জেলা তাতীলীগের সিনিয়র সহ সভাপতি দেওয়ান কামাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সংগ্রামী সভাপতি রাসেল মাহমুদ, পিরোজপুর ইউপি আওয়ামীলীগ নেতা শামসুজ্জামান শামসু,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আসিফ আনোয়ার বিপু, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম বিজয়, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন, সাধারণ সম্পাদক সাজু, সাদিপুর ইউপি আওয়ামীলীগ নেতা শেখ রুহুল আমিন জামপুর ইউপি আওয়ামীলীগ নেতা আব্দুন নূর, গোলজার হোসেন, সাদীপুর ইউপি আওয়ামীলীগের কোষাদক্ষ লুৎফর রহমান শাহিন সহ উপজেলার শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গনসংবর্ধনাকে সামনে রেখে বক্তরা বলেন, সকল তৃণমূলের আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের সহযোগিতায় সকলের অংশগ্রহনে আগামী ২১ শে জুলাইয়ের অনুষ্ঠান সফল করতে হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আবারো নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে।

add-content

আরও খবর

পঠিত