নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৪ জনের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন করে মোট ১০ জনের নাম কেন্দ্রে পাঠানো হবে। বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে সোনারগাঁ রয়েল রিসোর্টে আয়োজিত উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালামের সঞ্চালনায় এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদে আওয়ামীলীগের যে ৪ জন মনোনয়ন প্রত্যাশীর নামে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআই এর পরিচালক জাহাঙ্গীর হোসেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম কেন্দ্রে পাঠানো হবে। তারা হলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু নাইম ইকবাল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল ওমর বাবু, বর্তমান ভাইস চেয়ারম্যান শাহ আলম রূপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক নেকবর হোসেন নাহিদ ও জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামসুদ্দিন খাঁন আবু।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে যাদের নাম কেন্দ্রে পাঠানো হবে। তারা হলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সোনারগাঁ উপজেলা শাখার সাধারন সম্পাদক ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের উপদেষ্টা মাহমুদা আক্তার ফেন্সী, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা মহিলা লীগের সাধারন সম্পাদক উর্মি আক্তার, সাংগঠনিক সম্পাদক হেলেনা আক্তার ও নারী নেত্রী শ্যামলী চৌধুরী।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেন, এবারের নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উম্মুক্ত প্রার্থী দেয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কেন্দ্র থেকে এ বিষয়ে এখনো কোন নির্দেশনা আমাদের কাছে আসেনি। তাই পূর্বের চিঠি অনুযায়ী আমরা মনোনয়ন প্রত্যাশীদের নাম কেন্দ্রে পাঠাবো।