নারায়ণগঞ্জ বার্তা ( সোনারগাঁ প্রতিনিধি ) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামপুর এবং নোয়াগাও ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট বুধবার দিনব্যাপি আয়োজিত শোক সভায় দু:স্থদের মাঝে নেতা কর্মীদের সাথে নিয়ে খাবার বিতরণ করেন সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহফুজুর রহমান কালাম।
এ সময় মাহফুজুর রহমান কালাম বলেন, বঙ্গবন্ধুকে শেষ করার জন্য যেমন তখন বিএনপি, জামাত সহ আওয়ামীলীগের ছায়াতলে এসে বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে খুন করেছিলো। আজ সোনারগাঁও আওয়ামীলীগকে শেষ করতে বিএনপি, জামাত, রাজাকার পরিবারের সন্তানরা এবং হাইব্রিডরা আওয়ামীলীগের ঘরে এসে আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করে আওয়ামীলীগকে ধ্বংস করতে চাইছে। নেতাকর্মীদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে আপনাদের আরও সচেতন হতে হবে। সবাইকে একত্রিত হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী আমাদের হৃদয়ের স্পন্দনে বঙ্গবন্ধু চিরকাল বেঁচে থাকবেন তার কর্মে। ১৯৭৫ এদেশের কতিপয় কুচক্রী মহলের হাতে স্বপরিবারে নির্মমভাবে খুন হোন তিনি। রাজনীতিতে বহু চড়াই-উতরাই পেরিয়ে ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামীলীগের রাজনীতিতে জড়িত আছি এবং ভবিষ্যতেও থাকবো।
এদিকে জামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বুধবার বিকেলে সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের সিংলাবো, ওটমা, পাকুন্ডা, পেচাইন সহ কয়েকটি স্পটে শোক সভায় অংশ নেন। পরবর্তীতে নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আ: বাতেনের সভাপতিত্বে শোক সভায় অংশ নেন মাহফুজুর রহমান কালাম। তাছাড়া শোক সভায় বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে শত শত নেতাকর্মী ও জনগণের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন সাবু, জেলা যুব আইনজীবি পরিষদের সভাপতি এডভোকেট ফজলে রাব্বি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, আওয়ামীলীগ নেতা আল আমিন, গোলজার হোসেন ও আব্দুন নূর সহ নেতাকর্মীবৃন্দ।